ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

জয়পুরহাট প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২ মে ২০২৩ ০৭:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর
 
জয়পুরহাটের কালাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দিবাগত রাতে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে কালাই পৌরশহরে অবস্থিত চমক এন্টারপ্রাইজ নাম দুরপাল্লার বাস কাউন্টার এলাকা থেকে ৮/৯ জনের মধ্যে তাদের চারজনকে আটক করা হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।  
 
আটককৃতরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার কড়তারা পশ্চিমপাড়া গ্রামের শেখ সাদির ছেলে শালিন হোসেন (২২), একই গ্রামের মুনছুর রহমানের ছেলে রাকিব হোসেন (২৬), বগুড়ার ধুনট উপজেলার জালশুকা গ্রামের আব্দুল খালেক খন্দকারের ছেলে নাফিজ খন্দকার ওরফে রাফি (২০) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের আঃ ওহাবের ছেলে ইব্রাহিম হোসাইন ওরফে দিলদার (২৮)। 
 
ডিবির ওসি শাহেদ আল মামুন জানান, সংঘবদ্ধ চক্রটি জেলার বিভিন্ন সড়কে রাতের বেলায় মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করে আসছিল। সুযোগ বুঝে রাতের যাত্রীদের ফাঁকা স্থানে নিয়ে টাকাসহ অন্যান্য জিনিষপত্র ছিনিয়ে নেয়। আবার কখনও যাত্রীদের খুন করে মরদেহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ওই চারজনকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে কালো কসটেপ দ্বারা পেঁচানো লোহার পাইপ, কাঠের বাট যুক্ত ছোরা, সাদা প্লাষ্টিকের বাটযুক্ত ধারালো চাকু, সাদা প্লাষ্টিকের রশি উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কালাই থানায় মামলা দিয়ে সোপর্দ্দ করা হয়েছে।