ঢাকা, রবিবার ১০ নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১

জয়পুরহাটে শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

এম রাসেল আহমেদ, জয়পুরহাট: | প্রকাশের সময় : সোমবার ১৭ জানুয়ারী ২০২২ ০৯:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর

 জয়পুরহাটে চার মাস বয়সী এক শিশুকন্যাকে হত্যা করার অপরাধে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

 

সোমবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন। মামলা থেকে দুই জনকে খালাস দেওয়া হয়েছে।

 

সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের তোফেল উদ্দিনের ছেলে। খালাস প্রাপ্তরা হলেন- নিহত শিশুর  চাচা জুলজালাল ও চাচি তোহুরা বেগম। 

 

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২২ জুলাই বিকালে জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আজিজার রহমানের চারমাস বয়সী কন্যা সুমাইয়াকে তার মা আছিয়া বেগম নিজ বাড়িতে দোলনায় রেখে পার্শ্ববর্তী মাঠে হাঁস খোঁজতে যান। এই সুযোগে পূর্ব শক্রতার জের ধরে আসামী জহুল ইসলাম বাড়ির পেছনে ডোবায় শিশু সুমাইয়াকে হত্যার উদ্দেশ্য ফেলে রেখে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর ওইদিন সন্ধ্যায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম প্রতিবেশী জহুরুল ইসলাম, দেবর হবিবর রহমানের ছেলে জুলজালাল ও তার স্ত্রী তোহুরা বেগমের নাম উল্লেখ করে পরদিন জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২২ মে উপ-পরিদর্শক খোকন আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

 

এ বিষয়ে জয়পুরহাট জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়গুলো নিশ্চিত করেছেন।