ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

ঝিকরগাছায় বিনামূল্যে গাছের চারা বিতরণ ও গুণীজন সংবর্ধনা

এম.আমিরুল ইসলাম জীবন, যশোর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৩:০০ অপরাহ্ন | খুলনা

একটুখানি সহযোগিতা আগামীর সম্ভাবনাময় বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান, বাংলাদেশকে বাঁচান এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিনামূল্যে ফলজ, বনজ, ঔষধির সাড়ে ৬শ গাছের চারা বিতরণ ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় বেজিয়াতলা আলিম মাদ্রাসার হলরুমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ও পাখিদের নিরাপদ খাদ্য বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের মাঝে বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক মীর  ফারুক আহমেদ। বেজিয়াতলা আলিম মাদ্রাসার সুপার মাওলানা মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে ও  সাদা মনের মানুষ খ্যাত, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, এস. কে ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের পরিচালক মোঃ হাবিবুর রহমান হাবিব, বেজিয়াতলা গ্রামের কৃতি সন্তান শহীদ মির্জা তপু, সাবেক শিক্ষক আতাউর রহমান, সংবাদকর্মী এম আর মাসুদ, শিক্ষক সাইফুল আলম, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, সোহেল রানা, জাহাঙ্গীর আলম প্রমুখ।