ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ঝিকরগাছায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

এম.আমিরুল ইসলাম জীবন,যশোর : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ ০৯:০৮:০০ অপরাহ্ন | খুলনা
সরকারী চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে কোটা বিরোধী আন্দোলনকারীগন কর্তৃক, জাতীয় পতাকার অবমাননা, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ লংঘন ও মহামান্য রাষ্ট্রপ্রতিকে আল্টিমেটাম দেওয়ার প্রতিবাদে যশোরের ঝিকরগাছা উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিক্ষোভ সমাবেশ, র‌্যালী ও স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার (১৬জুলাই) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার মোড়ে বিক্ষোভ সমাবেশ, র‌্যালী, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ ও উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম মনির, ঝিকরগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহজাহান আলী, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সাত্তার, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, আঃ লতিফ, যুদ্ধকালীন থানা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ, মুক্তিযোদ্ধা আবুল বাশার, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনিসুল কাদির, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান সংসদের খুলনা বিভাগীয় প্রচার সম্পাদক শাওন রেজা খোকা, ঝিকরগাছা উপজেলা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মনজুরুল আলম তোতা, সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক ওয়াসিম আকরাম সহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রায় ২৫০-৩০০ জন সদস্যবৃন্দ।



সবচেয়ে জনপ্রিয়