যশোরের ঝিকরগাছা উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া ডিগ্রী কলেজে ষড়যন্ত্র মূলক অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করেন শিমুলিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক জুলফিকার আলী, হাসানুজ্জামান, আনোয়ার হেসাইন, আয়নুল হক, রাজিয়া সুলতানা, আব্দুল মতিন, জ্যেষ্ঠ প্রভাষক মিজানুর রহমান, জাহানারা বেগম, লিয়াকত আলী, আব্দুল্লাহ আল বিল্লাহ, আব্দুর রাজ্জাক, জয়নাল আবেদীন, আতিকুল ইসলাম, জাকির হোসেন, আসাদুজ্জামান, মোমিনুর রহমান, জুলহাজ উদ্দীন, এমদাদুল ইসলাম, মাসুম নেওয়াজ রেন্টু, সোহেল রানা সহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এছাড়াও থানার অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ১৮আগষ্ট সকালে কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, পরিছন্নকর্মীর মাধ্যমে খবর পাই তার কলেজের পুরাতন ভবনের ২য় তলায় বিজ্ঞান ও ল্যাব কক্ষে কে বা কারা পেট্রোল টালিয়া আগুন ধরিয়ে দিয়েছে। যার কারণে প্রতিষ্ঠানের অনুমাণ ৩০হাজার টাকার ক্ষতি সহ কলেজের প্রয়োজনীয় কাগজপত্র পড়ে গেছে। এসময় বক্তারা শিমুলিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ বলেন, মানুষ তৈরীর উৎপত্তি স্থল হল শিক্ষা প্রতিষ্ঠান। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের উপর ষড়যন্ত্র করে অগ্নিসংযোগের ঘটনায় আমি মর্মাহত। এমন ঘটনার বিষয়ে অতিদ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি। থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন বলেন, আমার নিকট অভিযোগ হয়েছে। ঘটনার বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। আশাকরি আমরা দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।