ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ ও বাঙালি জাতির মুক্তির সনদ” শীর্ষক আলোচনা সভা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ মার্চ ২০২৪ ০৪:৫৯:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ ও বাঙালি জাতির মুক্তির সনদ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ। আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন খাজুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মানজুর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আব্দুর রশিদ। অতিথিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা। বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে ১০ লক্ষাধিক লোকের উপস্থিতিতে যে ঐতিহাসিক বক্তব্য প্রদান করছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,  এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো কবে এ দেশকে মুক্ত করে ছাড়বো  ইনশাআল্লাহ। এই ভাষণ প্রতিটি গ্রামের স্বাধীনতা মুক্তিকামি মানুষের কাছে পৌঁছে যায় এবং যার যা আছে তাই নিয়ে ২৬শে মার্চ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আমরা যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছি আর হয়তো বেশি দিন বাঁচবো না কিন্তু আপনারা যারা থাকবেন বঙ্গবন্ধুর সোনার বাংলাকে ভালবাসবেন এবং দেশের কল্যাণে কাজ করবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ ও ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের শাহাদাতবরনকারী সকল সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন  মাওলানা মানজুর আহমেদ।