ঝিনাইদহ থেকে হারিয়ে ও চুরি হওয়া ৩৮ টি মোবাইল ও প্রতারণার মাধ্যমে প্রায় ২ লাখ খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে মোবাইল ও টাকা বুঝে দেয় পুলিশ সুপার।
এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, জেলার ৬ থানা এলাকায় বিভিন্ন সময় মোবাইল হারিয়ে ও চুরি হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়। থানায় জিডি হওয়ার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের জিডির তদন্ত শুরু করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এ এস আই এখলাছুর রহমান ও এস আই খালিদ হাসান তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৮ টি মোবাইল উদ্ধার করে। এছাড়াও ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)’র মাধ্যমে ঝিনাইদহের ১৩ জন গ্রাহকের কাছ থেকে ১ লাখ ৯৪ হাজার ১৫ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে তাদের শনাক্ত করে উদ্ধার করা হয় খোয়া যাওয়া টাকা। উদ্ধার হওয়া সেই টাকা ১৩ জন মালিকের কাছে বুঝে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ডিবি ওসি জুয়েল ইসলাম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এ এস আই এখলাছুর রহমান, এস আই খালিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।