ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মালামালসহ মাদকের বিশাল চালান জব্দ করেছে ৫৮ বিজিবি।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার কুসুমপুর এলাকার বিত্তিপাড়া গ্রাম থেকে ৩ মাদক কারবারিসহ ৭ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের চালান আটক করে তারা।
আটককৃতরা হলো-ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ, নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের জাফর শেখের ছেলে ইমাম হোসেন ও কক্সবাজারের মহেশখালী এলঅকার শের আলীর ছলে মোবারক আলীকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানাযা, বিজিবি তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় এলএসডি মাদক, মোবাইল, জর্জেট শাড়ী, বিভিন্ন প্রকার কসমেটিক্স দ্রব্য ও ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ কোটি ৩৪ লাখ ৬৯ হাজার ৪০৪ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের দিকে কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে তিন চোরাকারবারীসহ উল্লেখিত মালামাল জব্দ করে বিজিবি।
তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালান মামলা প্রক্রিয়াধীন রয়েছে।