ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে অস্ত্র মামলায় ৩ জনকে ২৪ বছরের কারাদণ্ড

আশরাফুল আলমঃ | প্রকাশের সময় : রবিবার ৩০ এপ্রিল ২০২৩ ০৬:৪০:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
 
ঝিনাইদহে অস্ত্র আইন মামলায় তিন জনকে ২৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কোটচাদপুর উপজেলার আদর্শপাড়ার মৃত মোমিন পাঠানের ছেলে রেজাউল ইসলাম পাঠান, কালীগঞ্জের বাকুলিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মো.মিলন ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কন্দপপুর গ্রামের মৃত নিয়ামত মল্লিকের ছেলে মধু মল্লিক। এদের মধ্যে রেজাউল ইসলাম পাঠান পলাতক রয়েছেন।
রায়ের বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুন রাতে কোটচাদপুর উপজেলার আদর্শপাড়ায় রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অস্ত্রসহ সন্ত্রাসীদের অবস্থানের খবর জানতে পেরে র‌্যাবের টহল দল সেখানে অভিযান চালায় । 
সেসময় ঘটনাস্থল থেকে রেজাউল ইসলাম পাঠান, মো.মিলন ও মধু মল্লিককে আটক করা হয়। পরে তাদের দেহ ও বাড়িতে তল্লাশি করে ১ টি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেসময় কিছু ধারালো অস্ত্রও জব্দ করা হয়।
এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে কোর্টচাদপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। পরে থানা পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। তারই প্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে আদালত রেজাউল ইসলাম পাঠান, মো. মিলন ও মধু মল্লিককে অস্ত্র আইনের তিনটি ধারায় পৃথকভাবে ১০ বছর, ৭ বছর ও ৭ বছরসহ মোট ২৪ বছরের কারাদণ্ড দেন।