ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেল নারীর

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২ মে ২০২৩ ০২:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর
 
ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের চাপায় রাফেজা খাতুন (৫৪) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সামন্তা বাজার সংলগ্ন ষাটনলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রাফেজা খাতুন পার্শ্ববর্তী বাগদিয়ারআইট গ্রামের দেলবার হোসেনের স্ত্রী।
 
মহেশপুরের ভৈরবা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন রাফেজা খাতুন। এসময় বালুবোঝাই একটি ট্রাক পার্কিংয়ের সময় পেছনের দিকে এগোলে চাকার নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
তিনি আরও জানান, নিহত রাফেজা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।