ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে ডোবায় ডুবে প্রাণ গেল দুই বছর বয়সী শিশুর

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ অগাস্ট ২০২৩ ০৬:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহের বড়-কামারকুন্ডু গ্রামে ডোবায় ডুবে আব্দুর রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
 
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশু আব্দুর রহমান। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন স্বজনরা। সেসময় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
 
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল বলেন, হাসপাতালে শিশুটি মৃত অবস্থায় আনা হয়েছে।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।