ঢাকা, বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইদহে বাস শ্রমিক ইউনিয়নের মৃত ছয়টি পরিবারের সদস্যদের মাঝে ২ লক্ষ টাকার অনুদান প্রদান

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১১ জুলাই ২০২৪ ০৪:০১:০০ অপরাহ্ন | খুলনা

ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মৃত ৬ টি পরিবারের সদস্যদের মাঝে এককালিন আর্থিক ২ লক্ষ  টাকা প্রদান করা হয়েছে। বুধবার ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিয়ার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহেদী ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী তবিবুর রহমান লাবু। সেসময় উপস্থিত ছিলেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এস.এম. আবু সাইদ, সহ-সভাপতি অলিয়ার রহমান, আমির ফয়সাল মহব্বত, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুর জামান খোকন, যুগ্ম সম্পাদক হানিফ খান, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আত্তাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক টুলু বিশ্বাস চুন্নু, প্রচার সম্পাদক ফিরোজ আলী, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান লিটন, শ্রম  ও কল্যাণ সম্পাদক আনিচুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সড়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী সদস্য মশিয়ার রহমান, মফিজুর রহমান সুমন, বিল্লাল হোসেন, দিলীপ কুমার হোড়, আঃ বারিক, কামরুজ্জামান সহ গণমাধ্যম কর্মীরা। পরে মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মৃত ৪টি পরিবারের সদস্যদের এককালিন নগদ ২৫ হাজার টাকা করে ও ২টি পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ  টাকা প্রদান করেন।




সবচেয়ে জনপ্রিয়