ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইদহে ব্যতিক্রমী ‘কৃষ্ণচূড়া এভিনিউ’ উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ ০৫:২২:০০ অপরাহ্ন | দেশের খবর
‘শিল্পের শহর ঝিনাইদহ’ প্রতিপাদ্যে শহরের পুরাতন ধোপাঘাটা ব্রীজ- টার্মিনাল সংযোগ সড়কে কৃষ্ণচূড়া এভিনিউ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ১০০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসনের বাস্তবায়নে জেলা শিল্পকলা একাডেমি ও ঝিনাইদহ থিয়েটারের সহযোগিতায় কৃষ্ণচূড়া এভিনিউ এর শুভ উদ্বোধন করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচার অফিসার মো. জসিম উদ্দিন, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য অশোক ধর, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রাণি চন্দ, ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামিম আহামেদ টফি, ভোর হলোর সাধারণ সম্পাদক নুর-এ-গুলশানসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট -ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 
জেলা প্রশাসক মনিরা বেগম তার বক্তব্যে কর্মসূচি বাস্তবায়নকারীদের ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন কৃষ্ণচূড়া এভিনিউ ঝিনাইদহ শহরকে ভবিষ্যতে সৌন্দর্যমন্ডিত করবে এবং এটি ইতিহাসের অংশ হবে। উপস্থিত অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্যে ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানান ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
 
এ বৃক্ষরোপণ কর্মসুচীটি ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।