শব্দদূষণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষে এক মিনিট নিরবতা পালন করেছে ঝিনাইদহের শিক্ষার্থীরা। “শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি” এ শ্লোগানে রোববার সকাল ১০ টায় এক মিনিট নিরবতা পালন করে শিক্ষার্থীরা। রোববার সকালে শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে নিরবতা পালন করে। সেসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও অংশ নেয়। এর আগে শিক্ষকরা শব্দদুষণ এর ক্ষতিকর দিক ও প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করেন।