ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আ.লীগে'র মনোনয়নপত্র কিনলেন ১৭ জন প্রার্থী

গোপাল সরকার, নাগরপুর: | প্রকাশের সময় : বুধবার ২২ নভেম্বর ২০২৩ ০২:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন ১৭ জন প্রার্থী। মঙ্গলবার (২১ নভেম্বর) আ.লীগের দলীয় ফরম বিক্রি-জমার কাজ সমাপ্তি হওয়া পর্যন্ত এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে টাঙ্গাইল জেলায় সবথেকে বেশি সংখ্যক প্রার্থী আ.লীগের মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন এই আসনটিতে। এরা হচ্ছেন বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি, তারেক শামস খান হিমু, এডভোকেট তারানা হালিম, মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব, কাজি এটিএম আনিসুর রহমান বুলবুল, খুরশিদ আলম বাবুল, এম শিবলী সাদিক, হামিদুর রহমান খান ঝন্টু, আব্দুস সালাম প্রামাণিক, মমতাজ খন্দকার, অধ্যাপক শিবলী সাদিক, ইনসাফ আলী ওসমানী, ব্যারিস্টার খন্দকার সালমান সামস জিৎ, মো. ইলিয়াস খান, রেজাউল করিম রেজা, সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু, শেখ আব্দুর রহিম ইলিয়াস সহ মোট ১৭ জন প্রার্থী।

 

উল্লেখ্য, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ.লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গত ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু হয় এবং ২১ নভেম্বর ফরম বিক্রির কাজ শেষ হয়েছে। সারাদেশে ৩০০ আসনে চার দিনে ৩ হাজার ৩৬২ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। এতে আসন প্রতি মনোনয়ন প্রত্যাশী ১১ জনেরও বেশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি (২০২৪) তারিখে হবে ভোট গ্রহণ এবং ৩০ নভেম্বর (২০২৩) তারিখের মধ্যে নির্বাচন কমিশনে দলের মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।