ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

টাঙ্গাইলে অবৈধ চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

টাঙ্গাইল প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ অগাস্ট ২০২২ ০৪:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে উঠা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে অভিযান শুরু করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুর ১ টা পর্যন্ত অভিযানে কোনো বৈধ কাগজপত্র না থাকায় চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

সিলগালাকৃত ক্লিনিকগুলো হলেন- আছিয়া ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, মক্কা মদিনা ডায়াগনস্টিক সেন্টার, সাবালিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম জানান, ৪ টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।