ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

টাঙ্গাইলে ইউপি সচিবের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৩ মে ২০২২ ০৮:৫০:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের ভূঞাপুরে ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফলদা ইউনিয়নবাসী। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধ ও পরে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফলদা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রেজাউল করিম রাজ্জাক, নারী ইউপি সদস্য মনিরা খাতুন, অফিস ও কাম-কম্পিউটার অপারেটর আব্দুল খালেক, স্থানীয় সুলতান প্রমুখ।

এসময় বক্তারা ফলদা ইউনিয়ন পরিষদের সচিব সামাউন কবিরের জন্ম নিবন্ধনের ফি অধিক হারে গ্রহণ, জনগণকে মাসের পর মাস হয়রানি করা, মহিলাদের শ্লীলতাহানিসহ ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদুর বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা অভিযোগ করায় সচিবের শাস্তির দাবি জানান তারা।