ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

টাঙ্গাইলে ঠিকানার ছাগল পেলেন ৩৫ জন নারী

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : রবিবার ১৫ মে ২০২২ ০৮:০৯:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ঠিকানার ছাগল পেলেন অসহায়, দরিদ্র ও বিধবা ৩৫ জন নারী। রোববার বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তাদের মাঝে ছাগল বিতরণ করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। 

 

ঠিকানার প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান নাট্যকার, নির্মাতা ও কথাসাহিত্যিক মেজর (অবসরপ্রাপ্ত) ফেরদৌস হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুস সবুর খান, বাংলাদেশ নটরডেম ইউনিভার্সিটির অধ্যাপক ড. জমির হোসেন, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, ঠিকানার শিক্ষাবিষয়ক সম্পাদক ড. জুলহাস মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠিকানারকর্মী মল্লিকা পারভীন।

এসময় উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, দরিদ্র ও বিধবা ৩৫ জন নারীদের মাঝে ছাগল বিতরণ করেন। 

উল্লেখ, প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে অসহায় মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে।