টাঙ্গাইলের দেলদুয়ারে বিনামূল্যে কৃষকদের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে দেলদুয়ার কৃষি প্রশিক্ষণ হল রুমে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চেলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় দেলদুয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মাধ্যমে কৃষক গ্রুপকে এ উপকরণ দেয়া হয়।
দেলদুয়ার উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদের সভাপতিত্বে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সূচী রানী সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার সুফিয়া আক্তার, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ।
এ সময় দেলদুয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নের দশটি কৃষক গ্রুপের মধ্যে ২৫টি হ্যান্ড স্প্রেয়ার মেশিন, ১৫ টি পাওয়ার স্প্রেয়ার মেশিন, ১৫ টি এলএলপি মেশিন ও একশ ফুট করে ৭৫ টি ফিতা পাইপ বিনামূল্যে বিতরণ করা হয়।