ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

টাঙ্গাইলে বিপুল পরিমান ফেন্সডিলসহ দুই ভুয়া সাংবাদিক আটক

টাঙ্গাইল প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৭ জানুয়ারী ২০২২ ০৪:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের নাগরপুরে ৬০২ বোতল বিক্রি নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই ভূয়া সাংবাদিককে আটক করেছে র‌্যাব। সোমবার সকালে নাগরপুর উপজেলার সহবতপুর ঈদগাঁহ মাঠের পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় র‌্যাব তাদের কাছ থেকে দুইটি প্রাইভেটকার, দুইটি মোবাইল ফোন ও নগর টাকা উদ্ধার করে। 

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ৭১ টেলিভিশনের স্টিকার লাগানো দুইটি প্রাইভেটকার নিয়ে কয়েকজন মাদক কারবারি নাগরপুরে সহবতপুরে রয়েছে। খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। এসময় গাড়িতে তল্লাশী চালিয়ে  ৬০২ বোতল বিক্রি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় দুইজনকে। তারা হলেন- যশোর জেলার বেনাপোল থানার ভরেরবেড় এলাকার বাবুল হোসেনের ছেলে সোহেল রানা ও একই জেলার দূর্গাপুর এলাকার মমতাজ আলীর ছেলে রিয়াজুল ইসলাম। নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও তারা কোন পরিচয়পত্র দেখাতে পারেনি। তাদের কাছ থেকে দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাগরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।