ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

টাঙ্গাইল প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ২০ মে ২০২২ ১০:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সদর উপজেলার এনায়েতপুরে নিবন্ধন ফরম পূরণ করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা সিনিয়র নির্বাচন অফিসার এ. এইচ. এম. কামরুল হাসান। 

এ সময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন অফিসার নাজমুল ইসলাম, কালিহাতী উপজেলা নির্বাচন অফিসার মিসবাহ উদ্দীন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে সিনিয়র নির্বাচন অফিসার এ. এইচ. এম. কামরুল হাসান বলেন,  সঠিকভাবে ভোটার হালনাগার করার চেষ্টা করা হচ্ছে। ভোটারযোগ্য নাগরিকগণের কেউ যেন তালিকা হতে বাদ না পড়েন এবং মৃত ব্যক্তিগণের নাম যাতে না আসে তা  নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার হয় উল্লেখ করে সঠিক তথ্য দিয়ে তালিকাভুক্ত হন তার জন্যও তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

টাঙ্গাইল সদর ছাড়াও ঘাটাইল এবং সখীপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী ৯ জুন পর্যন্ত চলবে।