ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে “আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হাসান সিকদার, টাঙ্গাইল | প্রকাশের সময় : সোমবার ৩০ মে ২০২২ ০৫:০৯:০০ অপরাহ্ন | দেশের খবর

মাঠ পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকদের টাঙ্গাইল জেলায় সরিষাসহ তেল জাতীয় ফসল এবং পেঁয়াজ ও আউশ ধান আবাদ বৃদ্ধি করার আহবান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। সোমবার দুুপুরে টাঙ্গাইল সদর উপজেলা হলরুমে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় এ আহবান জানানো হয়।

“আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয়” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দুলাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।

কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা অংশ নেন।