ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলের বাসাইলে দুই লাখ ৫০ হাজার টাকার চায়না জাল ধ্বংস

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ অগাস্ট ২০২২ ০৪:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার দুপুরে কাউলজানী ইউনিয়নের লাঙ্গুলিয়া খাল, বাদিয়াজান, খাটরা বিলে অবৈধ চায়না জালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, নিষিদ্ধ চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে ৫০টি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা।

মৎস্য কর্মকর্তা আরও জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিত ভাবে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলার মৎস অফিসসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।