বাজেট সভায় অংশ গ্রহণ করব, নিজের চাহিদা নিজেই বলব'এই শ্লোগানকে সামনে রেখে,নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার(২৫ মে)বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়। ২০২৩-২০২৪ইং অর্থ বছরে বাজেট অধিবেশনে ১ কোটি ৮৭ লক্ষ ৯৯ হাজার ৫ শত ১২ টাকা সম্ভাব্য আয়, ১ কোটি ৮৭ লক্ষ ৯৬ হাজার ৮ শত ৬৪ টাকা ব্যয় ও উদ্বৃত্ত ২ হাজার ৬ শত ৪৮ টাকা ধরে উন্মুক্ত বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মোবাশ্বের আলী।বাজেট ঘোষনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনের সভাপতিত্বে এ ছাড়াও ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান, দোহলপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, আদাবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস, ডিমলার খগা খড়িবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাফুজা বেগম, ইউপি সদস্য মকবুল হোসেন, আজিদু্ল ইসলাম, আবু সায়েদ, আবু কালাম আজাদ, শফিকুল ইসলাম, জুয়েল হোসেন রব্বুসহ অন্যান্য ইউপি সদস্য-সদস্যা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।