ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

ডিমলায় হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ডিমলা(নীলফামারী) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ মে ২০২৩ ০৯:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
 
 
“যত মত তত পথ, হিন্দু স্বার্থে এক মত” এই স্লোগান সামনে রেখে নীলফামারীর ডিমলায় হিন্দু ধর্ম আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ডিমলা উপজেলা শাখার নেতাকর্মীগণ।
শুক্রবার(২৬ মে)সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ডিমলা উপজেলা শাখার আয়োজনে ডিমলা কেন্দ্রীয় শিব মন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা স্মৃতি অম্লান  চত্ত্বরে এসে মানববন্ধন মিলিত হয়।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ডিমলা উপজেলা শাখার সভাপতি অমৃত কুমার রায়ের সভাপতিত্বে  ও জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোটের উপজেলা শাখার আহবায়ক তমাল সেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নাউতারা ইউনিয়ন শাখার আহবায়ক প্রভাষক জয়ন্ত কুমার রায়, সোনামন রায়, শিশির রায়, সঞ্জয় রায় সহ সনাতনধর্মালম্বি অনেকেই উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ডিমলা উপজেলা শাখার সভাপতি অমৃত কুমার রায় বলেন,আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ যা ঈশ্বর কর্তৃক গচ্ছিত সেই বেদের আলোকে পরিচালিত নিয়ম কানুনকে মান্য করি। আমরা অন্য আইন কিংবা মানবসৃষ্ট সংস্কার কখনই পরিবর্তন চাই না।