ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

ডেমরায় আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ

শওকত লিংকন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ ১১:১০:০০ অপরাহ্ন | দেশের খবর


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে রাজধানীর ডেমরায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের মা মেমোরিয়াল মডেল একাডেমী স্কুল  প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মেদ বাবুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফএম শরিফুল ইসলাম শরীফ, ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়ন সাবেক যুবলীগ সভাপতি দুলাল খাঁন, যুবলীগ নেতা কাজী খলিলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার পাশাপাশি মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে অনুদান তুলে দেওয়া হয়।
 
অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনার প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও গভীর ভালোবাসা জ্ঞাপন করেন। একই সঙ্গে দেশ ও বিশ্ববরেণ্য রাষ্ট্রনেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায়  উজ্জ্বল অবদান,  চ্যালেঞ্জিং প্রকল্প পদ্মা বহুমুখী সড়ক সেতুর  বাস্তবায়ন, কোভিড—১৯ এর দুর্জোগ মোকাবেলায় স্মরণীয় সাফল্যে ও দেশের শিক্ষাব্যবস্থায় সময়োপযোগী পরিবর্তন সূচিত করেছেন শেখ হাসিনা।