ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

দালালকে টাকা দিয়ে হরিপুরে নাজমুলের পাহাড় কাটার মিশন

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শনিবার ১৬ এপ্রিল ২০২২ ০৪:০১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জৈন্তাপুর উপজেলার শিকারখা এলাকার নজমুল আলম পাহাড় ধ্বংসের জন্যে বেপরোয়া হয়ে উঠেছে। হরিপুরের সাত নম্বরের উথলার পার এলাকায় বিশাল একটি পাহাড় কাটা হচ্ছে নজমুল আলমের নেতৃত্বে। 

 

স্থানীয়রা জানান, পাহাড়া ও টিলা যারা কাটতে চায় তাদের কাছে গিয়ে হাজির হয় কতিপয় দালাল। টিলা বা পাহাড়েরর আকৃতি দেখে দালাল জানিয়ে দেয় কত টাকা সালামি দিতে হবে। 

 

পরিবেশ অধিদপ্তরকে ওই টাকা দিতে হবে জানিয়ে সালামি আদায় করা হয়। 

 

টিলা বা পাহাড় কাটতে ইচ্ছুক লোকজন দালালকে চাহিদা মাফিক সালামি ধরিয়ে দিলে পাহাড় কাটায় আর কোনো বাধা থাকে না। 

 

স্থানীয়রা জানান, ওই নিয়ম অনুসরন করে নজমুল আলম বিশাল একটি পাহাড় কাটার পরিকল্পনা নেন। পরিকল্পনা অনুযায়ী দালালের হাতে মোটা অঙ্কের টাকা ধরিয়ে দিতে হয়েছে। এছাড়া রাতের আধাঁরে ওই দালালরা ঘটনাস্থলে গিয়ে প্রতিদিনের সালামি নিয়ে আসেন। 

 

স্থানীয়রা জানান, নজমুল আলমের টিলা থেকে প্রতিরাত কমপক্ষে ২০০ ট্রাক মাটি বের হয়ে যায়। এতে প্রতিরাতেই আয় হয় চার লাখ টাকার উপরে।