ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

দিগপাইতকে পৌরসভা করা এখন সময়ের দাবি

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ ১০:৩৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ভৌগলিক, বাণিজ্যিক, যোগাযোগ ও রাজনৈতিক কারণে জামালপুর সদর উপজেলার দিগপাইত জনপদ তথা দিগপাইত উপ-শহর একটি জন গুরুত্বপূর্ণ স্থান। এ কারণেই এখানে বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও, ডাকঘর, হাসপাতাল, ব্যাংক, বীমাসহ ছোট বড় মিল কারখানা। বিশেষ করে জামালপুর অর্থনৈতিক অঞ্চল ও আলী গ্রুপের বেশ কয়েকটি ভারী শিল্পপ্রতিষ্ঠান এ অঞ্চলের মানুষজনের অর্থনৈতিক ভাগ্যের চাকা অনেকটাই ঘুরিয়ে দিয়েছে। এছাড়া প্রতিদিন জামালপুরের বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী শেরপুর, সিরাজগঞ্জ, বগুড়া ও কুড়িগ্রাম জেলার যাত্রীগণ এ উপ-শহরের উপর দিয়ে দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। ফলে উপ-শহরটিতে সব সময় মানুষের ভিড় লেগেই থাকে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকেই কিনে নেয়। ফলে দিগপাইত উপ-শহর কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের বড় মোকাম গড়ে ওঠেছে। এ ছাড়া দিগপাইত জনপদের অনেক প্রখ্যাত ব্যক্তি রয়েছেন। যাঁরা বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে আসীন। শুধু তাই নয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। তাই দিগপাইত উপ-শহরে একটি পৌরসভা এখনকার সময়ের দাবি মাত্র। উল্লেখ্য, কয়েক বছর আগে এ জনপদের বিশিষ্টজনেরা বর্তমান প্রেক্ষাপটের নিরিখে দিগপাইতে একটি উপজেলার যৌক্তিক দাবি তুলেছিলেন। সে সময় দিগপাইত উপজেলা বাস্তবায়ন কমিটিও গঠন হয়েছিল। বিভিন্ন কারণে তা কাল পরিক্রমার স্তরে পড়ে রয়েছে। এরই ধারাবাহিকতায় দিগপাইত উপ-শহরে একটি পৌরসভার জন্য নানা মহল অধীর আগ্রহে রয়েছেন। এজন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের সুদৃষ্টি কাম্য।

 

(লেখক-সাংবাদিক ও ডিরেক্টর, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, ঢাকা এবং সাবেক শিক্ষক ও এনজিও কর্মকর্তা)