ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
ভূমির ঘর নির্মাণসামগ্রী ও গাছ পালা কেটে নেয়ার অভিযোগ

দিগপাইতের ইউপি সদস্যের বিরুদ্ধে ক্রয়কৃত ভূমি বেদখল

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ মার্চ ২০২৪ ০২:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুর সদর উপজেলার দিগপাইতের এক ইউপি সদস্যের বিরুদ্ধে ক্রয়কৃত ভূমি বেদখলসহ ভূমির ঘর, নির্মাণসামগ্রী ও গাছ পালা কেটে নেয়ার অভিযোগ ওঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী ভূমি ক্রেতা গত ৪ মার্চ জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দিয়েছেন। বিষয়টি অবগতির জন্য পুলিশ সুপার, ওসি সদর ও আইসি নারায়ণপুর তদন্ত কেন্দ্রকে অনুলিপি দিয়েছেন। এছাড়া ১২ ফেব্রুয়ারি একই বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর পৃথক আরেকটি আবেদন জমা দিয়েছেন। বিষয়টি অবগতির জন্য দিগপাইত ইউনিয়ন অফিসে  অনুলিপি দিয়েছেন।

অভিকারী শেখ মোঃ মোস্তাফিজুর রহমান জানান,  তিনি অবঃ সার্জেন্ট (একাউন্টেন্ট) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেনা সদস্য। সুদীর্ঘ ২৫ বছর যাবৎ চাকুরী পর পেনশনের টাকায় সদর উপজেলার ১৪নং দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর দিঘুলী গ্রামের দাতা মোঃ আনোয়ার হোসেন ওরফে বাদশা (৪৫), পিতা মৃত আঃ হাকিম, সাং রঘুনাথপুর দিঘুলী, পোঃ ছোনটিয়া বাজার, থানা ও জেলা: জামালপুর গ্রহিতা ১। শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, পিতা মৃত শেখ সোহরাব আলী ২। দিলরুবা ইয়াসমিন ওরফে পারুল স্বামী শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, উভয় সাং দিগপাইত উপ-শহর, পো: ছোনটিয়া বাজার, থানা ও জেলা: জামালপুর। বিগত ২৮ জুন ২০১৬ তারিখ সাব রেজিঃ অফিস জামালপুর সাব কওলা দলিল নং ৮৮৩৩ মূলে এসএ/আরওআর ২৩২ নং দাগ, আরএস/বিআরএস ১১৮৫ নং দাগের ১৫ (পনের) শতাংশ ভূমি ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকায় ক্রয় করেন। ভূমিতে অবস্থিত নিম্ন বর্ণিত স্থাপনা বৃক্ষাদি বাবদ ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকায় ক্রয় করেন। তিনি উক্ত ভূমি ও স্থাপনা এবং গাছ পালা ক্রয় করে নেয়ার পর হতে ভোগদখল করে আসছিলেন। তার উক্ত ভূমিতে ৩০ হাত ঘর নির্মাণ করার জন্য মালামাল নিয়ে ভূমিতে থাকা ২২ হাত টিনের ঘরে রাখেন। তিনি তার ব্যবসায়িক কাজে ও বাড়ী নির্মাণ কাজে ব্যস্ত থাকার সুযোগে বিবাদী পর্যায়ক্রমে ভূমিতে থাকা গাছপালা, ঘর ও ঘর নির্মাণের মালামাল অসৎ উদ্দেশ্যে নিয়ে যায়। পরে তিনি লোক মারফত জানতে পেরে ০৩ মার্চ ২০২৪ তারিখ বিকাল অনুমান ০৪:৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে তার ক্রয়কৃত ভূমিতে গিয়ে উপরোক্ত অবস্থা দেখতে পান। এমতাবস্থায় তিনি বিবাদীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার একান্ত প্রয়োজন মনে করছেন। তাই তিনি ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, আইন শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাবৃন্দ ও প্রশাসনের জরুরি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।