ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

দিনাজপুর লায়ন্স ক্লাব অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ ১২:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুর লায়ন্স ক্লাব (জেলা -৩১৫-অ২ -বাংলাদেশ) আয়োজিত রিসিপশন ও ৪৮তম অভিষেক - ২০২৫ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনাজপুর শহরের ফুলবাড়ি বাস স্ট্যান্ড শিশু নিকেতনে (বালিকা এতিমখানা)‌ আয়োজিত লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর  রিসিপশন ও ৪৮ তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এবং  লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর ২০২৪-২০২৫ মেয়াদের  জন্য প্রেসিডেন্ট বাদশা ইমাম আরাফাত,  সেক্রেটারি লায়ন মোঃ শাহ আলম ও ট্রেজারার লায়ন মোঃ সাইদুর রহমান সরকারসহ কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দদের শপথ বাক্য পাঠ করান জেলা গভর্নর(জেলা-৩১৫-অ২-বাংলাদেশ) লায়ন মোহাম্মদ হানিফ এমজেএফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাস্ট ভাইস জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ ও সেকেন্ড ভাইস জেলা গভর্নর লায়ন  মহসীন ইমাম পিএমজেএফ।

স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর লায়ন্স ক্লাবের ডিরেক্টর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ।

প্রথম ও দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন এম এ খালেক ও লায়ন বাদশা ইমাম আরাফাত।

লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর ২০২৪-২০২৫ মেয়াদের কর্মকর্তাবৃন্দ হলেন প্রেসিডেন্ট বাদশা ইমাম আরাফাত, আইপিপি লায়ন এম এ খালেক, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবু,সেক্রেটারি লায়ন আলহাজ্ব মোঃ শাহ আলম, জয়েন্ট সেক্রেটারি লায়ন মোঃ মোকাররম হোসেন (দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান), ট্রেজারার লায়ন মোঃ সাইদুর রহমান সরকার, টেমার লায়ন মঞ্জুর -এ- রাব্বী, টেইল টুইসটার লায়ন শাহানা ইসলাম, ডিরেক্টর লায়ন মোঃ শাহেদ রিয়াজ পিম, ডিরেক্টর লায়ন রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, ডিরেক্টর লায়ন মোঃ মোকাররম হোসেন খান, ডিরেক্টর লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না ও ডিরেক্টর লায়ন মোঃ সাইদুর রহমান।

দিনাজপুর লায়ন্স  ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ এমজেএফ চারজন বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন । তারা হলেন বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ, বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ ফরিদুল ইসলাম এমজেএফ, বীর মুক্তিযোদ্ধা লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ সাইদুর রহমান সরকার। এছাড়াও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে মাস্টার অব সিরিমনি হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন মোঃ মাসুদ রানা।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ