ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

দুই বাসের প্রতিযোগিতা, প্রাণ গেল ৩ বাইক আরোহীর

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ৩ ডিসেম্বর ২০২১ ০৩:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

চাঁদপুরের হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতার সময় একটির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের উপজেলার বলাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সুজন (৩০) মনির (৩৫) ও সোহাগ (৩৫)।  স্থানীয়রা বাসিন্দা বাবলু জানান, নিহতরা মোটরসাইকেল যোগে চাঁদপুর শহরর বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন। এ সময় বোগদাদ বাস তাদের ধাক্কা দেয়। তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।  

তিনি জানান, দুর্ঘটনার সময় রিল্যাক্স ও বোগদাদ বাসের চালক প্রতিযোগিতা করছিলেন। রিল্যাক্সের চালক ওভারট্যাক করার জন্য বার বার চেষ্টা করছিলেন। কিন্তু তাকে সাইড দিচ্ছিলেন বোগদাদের চালক। দুই চালকের প্রতিযোগিতার সময় বোগদাদ বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।   

নিহত সবাই চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের বাসিন্দা। জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে মোট ছয়জন ঘুরতে এসেছিলেন। অন্য মোটরসাইকেলের তিন আরোহী বেঁচে আছেন। 

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ যুগান্তরকে জানান, দুর্ঘটার পর লাশ উদ্ধার করা হয়েছে। বোগদাদ বাস ও চালককে আটক করা হয়েছে।