ঢাকা, রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

দু’চোখে টলমল করছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে বিদায় নিলেন ইউএনও যোবায়ের

মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৯:০০ অপরাহ্ন | দেশের খবর

দু’চোখে টলমল করছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সকলের কাছ থেকে বিদায় নিলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন। তাঁকে উপপরিচালক পদে পদোন্নতি দিয়ে রাজশাহী কর্ম কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বদলিজনিত বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা। এসময় তাঁরা আনুষ্ঠানিকভাবে বিদায়ী ইউএনও যোবায়ের হোসেনকে সংবর্ধনা জানিয়েছেন।

বিদায়ী ইউএনও যোবায়ের হোসেন বিদায়ী সংবর্ধনায় বলেন, “আমি বালিয়াডাঙ্গীতে ২ বছর ২ মাস ইউএনও হিসেবে থাকলাম। সকলের আমাকে যা সহযোগিতা করেছে তা কখনও ভুলে যাওয়ার মত না। রাজনৈতিক ব্যক্তিরা আমাকে কখনও চাপ দেননি কোন বিষয়ে। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাগণ অন্যান্য উপজেলায় মিটিং, মিছিল নিয়ে কোন ধরণের ইউএনও’র সাথে ঝামেলা থাকলেও এখানে কিন্তু আমাকে তাঁরা অনেক ভালবেসেছেন ও সহযোগীতা করেছেন। উপজেলার সাংবাদিকরাও অনেক সহযোগীতা করেছেন। আশ্রয়ন প্রকল্পের ঘর বানানোর সময় ছোটখাট সমস্যা থাকলে তারা আমাকে পরামর্শ দিয়েছেন। ইউপি চেয়ারম্যানরা  মহামারী করোনার সময় অনেক বিষয়ে সহযোগীতা করেছে। সব মিলিয়ে সবাই সহযোগীতা ও পরামর্শ দিয়েছেন।”

বিদায় সংবর্ধনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ইউএনওর সহধর্মিণী মমতাজ মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন,  উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহিদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২০ সালের আগস্ট মাসে যোগদান করেন ইউএনও যোবায়ের হোসেন। আগস্টের ২৯ তারিখে তাঁকে উপপরিচালক পদে পদোন্নতি দিয়ে রাজশাহী কর্ম কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়।