ঢাকা, সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

দেওয়ানগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

জামালপুর প্রতিনিধি।। | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ ০৭:২৪:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা  খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ মে  বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাই বাড়ীর নয়াগ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার হয় । এ ঘটনায় নিহত গৃহবধুর স্বানী হেলাল মিয়াকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানার পুলিশ।
 
জানা যায়, দেওয়ানগঞ্জ  উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটার চর গ্রামের আলী হোসেনের মেয়ে আকলিমা বেগম(২২) এর  দেওয়ানগঞ্জেরব নয়া গ্রামের মুল্লুক মিয়ার ছেলে  হেলাল মিয়া(২৮) সাথে বিয়ে হয় ৭ বছর পূর্বে।দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে সন্তান হয়।
 
নিহত আকলিমা বেগমের মা বেহুলা বেগম  জানান, বিয়ের পর থেকে আকলিমাকে  নির্যাতন করতো তার স্বামী হেলাল মিয়া। নির্যাতন সইতে না পেরে বাপের বাড়িতে চলে আসে আকলিমা। তার স্বামী হেলাল মিয়া ১১ দিন আগে নিজ বাড়ীতে নিয়ে যায়। এর পর ২৫ মে বৃহস্পতিবার দুপুরে স্বামীর বাড়ী থেকে গৃহবধূ আকলিমার লাশ উদ্ধার করে পুলিশ। 
তার দাবি  আমার মেয়ে আকলিমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 
 
এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল  থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর জানান, নিহতের  লাশ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর  বিস্তারিত জানা যাবে। আইনি প্রক্রিয়া চলমান।