ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

দেশের প্রথম অ্যাপসভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং চালু রায়পুরে

মোঃওয়াহিদুর রহমান মুরাদ, করেসপন্ডেন্ট : | প্রকাশের সময় : শনিবার ১৪ মে ২০২২ ০৪:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 

 

লক্ষ্মীপুরের রায়পুরে প্রশাসনের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলেক্ষ এসডিজি-৩: সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করেণ” অ্যাপসভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং অনুষ্ঠান করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে হায়দরগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদরাসার ৫’শ শিক্ষার্থীর মাঝে অ্যাপসভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং স্বাস্থ্য বিষয়ক ডাটা এন্ট্রির মধ্য দিয়ে এই অনুষ্ঠান করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, অতিরিক্ত-জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বাহারুল আলম, নুর মোহাম্দ, ইউপি চেয়ারম্যান দুলাল হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক ও আইসিটি কর্মকর্তা সুভ্রজিত রায়।
 
রায়পুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, মুজিব শতবর্ষ উপলেক্ষ এসডিজি-৩: সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করেণ” এ শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৫’শ শিক্ষার্থীর স্বাস্থ্য বিষয়ক ডাটা এন্ট্রি করা হয়।