ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার

মোহাম্মদ আকতারুজ্জামান, গাজীপুর : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ১২:১৫:০০ পূর্বাহ্ন | শিক্ষা

দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর শনিবার।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেশের সাতটি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাতটি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে কেন্দ্রগুলোতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।