আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ঢাকার দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর(সোমবার ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতি বছরের ন্যায় এ বছরেও উপজেলার ৪৪ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের অপ তৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি আর্মি ফোর্স থাকবে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, কোথাও কোন ঝামেলা হলে প্রশাসনকে দ্রত জানাবেন, সর্বপরি আপনারা কোন গুজবে কান দেবেন না। যারা একটি দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তারা কিন্তু এই অশান্তি ঘটাতে চেষ্টা করতে পারে। এ জন্য আপনারা সকলে সর্তক থাকবেন। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশাসনকে সহযোগিতা করবেন।
দোহার উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি অমিতাভ পাল অপু বলেন, দোহারে ৪৪ টি পূজা মন্ডবে পূজা উৎযাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে খোঁজ খবর নিয়ে দেখেছি সেখানের মন্ডব গুলো ঠিক আছে কি না। আমরা খোঁজ নিয়ে দেখেছি সিসি টিভি ক্যামেরা ও বিদুৎ এর লাইন ঠিক আছে কি না। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা সুন্দর ভাবে এ পূজা উদযাপন করতে পারবো। সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাদের সকলকে পূজা মন্ডব গুলো দেখার জন্য নিমন্ত্রণ জানাই।
সভায় উপস্থিত ছিলেন দোহার উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর আসিফ,দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান,পূজা উদযাপন কমিটির দোহার উপজেলা শাখার সভাপতি অমিতাভ পাল অপু, বিভিন্ন সংগঠনের কর্মী,দোহার প্রেসক্লাবের সাংবাদিক, উপজেলার সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলার ছাত্র সমাজ ও দোহার উপজেলার সব পূজামণ্ডপ কমিটির সদস্যরা সহ আরো অনেকে।