ঢাকা, শনিবার ১১ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করলেন সদরপুর থানার ওসি

সদরপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৪ মার্চ ২০২৪ ০৪:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুরের সদরপুরে পবিত্র মাহে রমজানে  নিত্য প্রয়োজনীয়  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম। আজ রবিবার দুপুরে সদরপুর বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দোকানে এই মনিটরিং করা হয়। বাজার মনিটরিং প্রতিটা মুদি, শাক-সবজি ও ফলের দোকান গুলোতে  মূল্য তালিকা প্রদর্শন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার জন্য বিক্রেতাদের অবগত করেন ও  ক্রেতাদেরকে পন্যমূল্য অতিরিক্ত দাবী করলে দ্রুত ভোক্তা অধিকার এবং থানা পুলিশকে জানানোর পরামর্শ দেন। চলমান পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সদরপুর থানা পুলিশ কর্তৃক নিত্য পণ্য প্রয়োজনীয়  দ্রব্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় সদরপুর উপজেলা ক্যাব শাখার সহ-সভাপতি এস এম আলমগীর হোসেনসহ সদরপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।