নওগাঁর পোরশা উপজেলায় পৃথক স্থানে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর নূহ (৫৫) ও আবু সায়েম (৩৫) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহত শেখ নূহ ওই উপজেলার রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে এবং পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের নুরুল ইসলাম মিস্ত্রির ছেলে সায়েম।
আজ শুক্রবার সকালে উপজেলার রঘুনাথপুর টেকঠা এবং দুয়ারপাল ইসলামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে সায়েম ও আব্দুর নূহ পুর্নভবা নদীর ধারে জমিতে ধান কাটছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে মাঠের অন্য কৃষক ও শ্রমিকরা মরদেহ উদ্ধার করে।
বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন পোরশা থানার ওসি জহুরুল হক। এব্যাপারে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদ রেজা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে।