ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

ধুনটে অবৈধ পুকুর খননের কারনে ফসলী জমিতে ভুমি ধ্বস

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ১৮ এপ্রিল ২০২২ ০৩:৪৩:০০ পূর্বাহ্ন | দেশের খবর

 বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বাকশাপাড়া পাকা সড়ক হতে নাটাবাড়ি  কোনাইপাড়া পর্যন্ত সড়কের পাশে ১২ বিঘা পরিমাণ জমিতে অবৈধভাবে পুকুর খনন করে লক্ষ লক্ষ টাকার টপ সয়েল বিক্রির অভিযোগ উঠেছে। এরফলে জন গুরুত্বপূর্ণ একটি সড়ক ভেঙ্গে পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি পুকুরের চারদিকের ৪ ফসলী আবাদি জমিতেও ধ্বস সৃষ্টি হয়েছে। ফলে পুকুর খননকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর  মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিক্ষুদ্ধ এলাকাবাসীর  অভিযোগের প্রেক্ষিতে গত ২২ মার্চ ধুনটের উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যামান আদালত পরিচালনা করে কামরুজ্জামান রঞ্জু মন্ডল নামের একজনকে ১ লক্ষ স্টটাকা জরিমানা করেছেন। খননের যন্ত্রপাতি জব্দ এবং ভ্রাম্যামান আদালত কাজে বাধাদান করায় উপরোক্ত রঞ্জু মন্ডলের ছেলে শাকিলকেও আটক করা হয়।এই ঘটনায় কয়েকদিন খননকাজ বন্ধ থাকলেও আবার নতুন করে সেখানে ভেকু মেশিন দিয়ে খননকাজ শুরু হয়েছে। খননকাজের সাথে জড়িত  চক্রটি অভিযোগকারী গ্রামবাসীদের এখন গ্রামছাড়া করার হুমকি দিচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রামবাসীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন  কামরুজ্জামান মাসুদ। তিনি বলেন, অবৈধ পুকুর খননের সাথে জড়িত কামরুজ্জামান রঞ্জু মন্ডল, তার অপরাপর সহযোগী হোসেন শহীদ সরোয়ার্দী ও হিটলারুজ্জামান হাকিম বিত্তবান ও প্রভাবশালী। এরমধ্যে হিটলারুজ্জামান হাকিম উপজেলা  শিক্ষা অফিসার পদে কর্মরত থাকায় তিনি সরকারি কর্মকর্তাদের সহজেই প্রভাবিত করেন। তিনি আরও বলেন, যে ১২ বিঘা জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে সেখানে বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান মুন্টুর ২৯ শতাংশ জমি রয়েছে। এই ২৯ শতক ছাড়াও একই মালিকের আরও ৫ একর জমি তারা জবর দখল করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে  বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মুন্টু বলেন, ঘটনা সত্য। তিনি আরও বলেন, চক্রটি পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রি করেছে ৩৯ লাখ টাকার। এখন খননকৃত জায়গাটিকে জলাশয় দেখিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদের ৫ কোটি টাকার একটি প্রজেক্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ খায়রুল ইসলাম, সমাজসেবী আরিফ হোসেন ও আবু সালেহ মোহাম্মদ বাচ্চু।তারা সকলেই ধুনটের বাকশা পাড়া নাটাবাড়ি সড়কটির সুরক্ষা, ফসলী জমির ধ্বসে যাওয়া রক্ষা এবং অবৈধ পুকুর খনন বন্ধের জন্য বগুড়ার ধুনট উপজেলা এবং বগুড়া জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।