ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

নওগাঁ জেলা বিএডিসি সার ও বীজ ডিলার কমিটি

সুবীর দাস, নওগাঁ | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ১২:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পার-নওগাঁ ম্যানিলা রেস্টুরেন্ট মিলনায়তনে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আগামী তিন বছরের জন্য লিটন কুমার দাসকে সভাপতি ও সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

প্রথম অধিবেশনে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শফিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পরিচালক লায়ন সিরাজুল ইসলাম, বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আমিনুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামীনূর রহমান। 

 

বায়ান্ন/এসএ