ঢাকা, বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ই ফাল্গুন ১৪৩১

নওগাঁয় ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত

সুবীর দাস, নওগাঁ | প্রকাশের সময় : শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৬:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরন উপলক্ষে নওগাঁয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার সময় সদর উপজেলার পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল কাদের রাসেল ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শ্রী অমিয় কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ ও জামিল হোসেন মোরসালিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: মামুন বিন ইসলাম দোহা।

সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সদস্যরা উপস্থিত ছিলেন।