ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

নওগাঁয় সাম্প্রদায়িত সম্প্রতি ছাত্র-যুব-জনতা,ঐক্য পরিষদের আলোচনা সভা

নওগগাঁ প্রতিনিধি | প্রকাশের সময় : সোমবার ১৮ নভেম্বর ২০২৪ ০৯:১৩:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ফ্যাসিবাদীরা লোকচক্ষুর আড়াল থেকে সাম্প্রদায়িক দাঙ্গা,সামাজিক বিশৃঙ্খা সৃষ্টির ষড়যন্ত্র ও বেআইনি কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্যাসিবাদী স্বৈরাচারের দোসরদের প্রতিরোধ,দূনীতি,মাদক সিন্ডিকেট,ভ্থমি দখল,আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

রোববার( ১৭নভেম্বর) বিকেলে নওগাঁ তুলশীগঙ্গা ব্রীজসংলগ্ন একটি হলরুমে নওগাঁ  সাম্প্রদায়িক সম্প্রতি ছাত্র-যুব-জনতা ঐক্য পরিষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সাম্প্রদায়িক সম্প্রতি ছাত্র-যুব-জনতা ঐক্য পরিষদের আহবায়ক ইমরুল আখিয়ার পরাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মো: কুতুব উদ্দীন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নওগাঁ জেলা ও দায়রা আদালতের পিপি এ জেড মো: রফিকুল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বি এস হুমায়ন চৌধুরী,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত সরদার মোস্তাকিন,বৈষম্যবিরোধী ছাত্রনেতা আরমান হোসেনসহ নওগাঁ সম্প্রদায়িক সম্প্রতি ছাত্র-যুব-জনতা ঐক্য পরিষদের সদস্যরা।

 

বায়ান্ন/এসএ