ঢাকা, শনিবার ১১ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

নগরীর ফিরিঙ্গি বাজার থেকে বন্য হাতির দাঁত উদ্ধারসহ ১জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০২৩ ০৮:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

কক্সবাজার হতে অবৈধভাবে বন্য হাতির দাঁত সংগ্রহ পূর্বক বিক্রয় এর উদ্দেশ্যে চট্টগ্রাম দিকে আসার পথে একটি ব্যাগের ভিতর হতে ০২ টি বন্য হাতির দাঁত উদ্ধারসহ মোঃ শাহনেওয়াজ বাবলু (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। 

ফিরিঙ্গী বাজার এলাকায় পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্টে তল্লাশী কালে তাকে গ্রেফতার করা হয়। সে কক্সবাজারের রামু থানার মেরংলিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র। 

  

সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাত সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজে হেফাজতে সংরক্ষণ পূর্বক  চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ০২টি বন্য হাতির দাঁত এর আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

 

 আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়লী থানায় হস্তান্তর করা হয়েছে।