ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্বে প্রফেসর জালাল উদ্দিন

জাককানইবি প্রতিনিধি | প্রকাশের সময় : রবিবার ১৪ নভেম্বর ২০২১ ০৫:০২:০০ অপরাহ্ন | দেশের খবর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় নতুন অন্তর্বর্তীকালীন  উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর জালাল উদ্দীন। 
 
রবিবার (১৪ নভেম্বর)  শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোঃ মাহমুদুল আলম  স্বাক্ষরিত এক পরিপত্রে প্রফেসর  জালাল উদ্দীনকে এই দায়িত্ব দেওয়া হয়।
 
 
পরিপত্রে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ -এর ১০ (৩) অনুযায়ী জাককানইবি উপাচার্যের মেয়াদপূর্তিতে পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রফেসর জালাল উদ্দীনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের দৈনন্দিন রুটিন কার্যাবলী সম্পাদন করবেন।
 
বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন প্রফেসর জালাল উদ্দিন। 
এসময় তিনি তার বক্তব্যে সকল কে তার পাশে থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। 
 
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৪ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।