নতুন কোন করারোপ ছাড়াই ঝিনাইদহ পৌরসভায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এই বাজেট ঘোষনা করেন। জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ১১৯ কোটি ৩০ লাখ ৩ হাজার ৩’শ ৪৪ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেন তিনি। বাজেট অনুষ্ঠানে ঝিনাইদহ স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাইফুল ইসলাম মধু, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা বি এম আব্দুল মজিদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানের পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, ঘোষিত বাজেটে নাগরিক সেবা বৃদ্ধি ও উন্নয়ন মূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পৌর নাগরিকদের উপর এই বছরের অতিরিক্ত কোন কর আরোপ করা হবে না। নিয়মিত অন্তবর্তীকালীন কর ধার্য, বকেয়া পৌর কর আদায় ও কর বহির্ভূত রাজস্ব দাবীর ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ জানান, এই বাজেটে কোন ঘাটতি নেই। তাই এটাকে উদ্বৃত্ত বাজেট বলা যেতে পারে। তিনি বলেন রাজস্ব খাত থেকে উন্নয়ন খাতে আমরা ৯ কোটি টাকা দিয়েছি।