ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

নবাবগঞ্জে ইউনিয়ন পর্যায়ে (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ জুন ২০২২ ০৮:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরের নবাবগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়েজানে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে এই অবহিতকরণ কর্মশালার উদ্বোধন করেন রংপুর পরিবার পরিকল্পনার পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। 

 

এতে ইউনিয়ন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্য,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ ১৪৮ জন অংশ নেন এই কর্মশালায়।

 

কর্মশালায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের  চেয়ারম্যান আতাউর রহমান, দিনাজপুর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মমতাজ বেগম, ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (এমসিএইচ) উপ-পরিচালক ডা: জাহাঙ্গীর আলম প্রধান,দিনাজপুর  ডিস্ট্রিক কনসালটেন্ট ও (সিসি) সহকারী-পরিচালক ডা: খাদিজা নাহিদ ইভাসহ অনেকে উপস্থিত ছিলেন।