দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের ষষ্টিপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছপালাসহ প্রায় শতাধিক কাঁচা পাকা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়।
সেখানে আকাশমনির বাগানে বেশ কিছু গাছ ঝড়ে উপড়ে পড়ে যায়। ওই গাছগুলো বাগান মালিক বিক্রি করে দেয়। বিক্রয় হওয়া গাছগুলো সংগ্রহ করে ট্রলির মাধ্যমে গাড়িতে উঠানোর সময় মোটা একটি গুড়ি পিছলে পড়লে ঘটনাস্থলেই ওই কাঠ শ্রমিকের মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, শনিবার সকাল ১১ টায় আকাশমনির গাছ কেটে গাড়িতে তোলার সময় বেতিক্রম ভাবে আকাশমনি গাছের গুড়ি মাথায় পড়ে গিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই কাঠ শ্রমিক তাইজুল ইসলাম (৩২) এর মৃত্যু হয়।
মৃত কাঠ শ্রমিক কুশদহ ইউনিয়নের বাঘাডুবি ভবানীপুর গ্রামের ছব্বুর হোসেনের ছেলে।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে দিনাজপুর এম এ আব্দুর রহিম মেডিক্যাল হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।