ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

নাগরপুরে ব্যারিস্টার রাকিবে'র উদ্যোগে শেখ হাসিনা'র উন্নয়ন কার্য তুলে ধরতে এক আলোচনা সভা অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর: | প্রকাশের সময় : শনিবার ১৮ নভেম্বর ২০২৩ ০৫:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর

 আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনের রেখে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্য তুলে ধরতে নাগরপুরে ব্যারিস্টার রাকিবে'র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন 'ব্যারিস্টার বাড়ি'তে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব এর সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সদস্য এড. মো. রাজিউল ইসলাম লেবু'র সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. মতিয়ার রহমান মতি।

এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহুরুল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাজাহান সিরাজ পান্না, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র কুমার পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান (শুভ), মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সহ অন্যান্য ইউনিয়ন আ.লীগ সভাপতি-সম্পাদক ও অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দরা।