ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

নাগরিক অধিকার ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড প্রতিরোধ করবে এই সরকার: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৯ অগাস্ট ২০২৪ ০৮:২১:০০ অপরাহ্ন | খুলনা

দেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ড সরকার শক্তহাতে প্রতিরোধ করবে বলে আশা ব্যক্ত করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।  

 

 

শুক্রবার (৯ আগস্ট) সকালে নিজ গ্রাম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপারা গ্রামে তার বাবা মরহুম শেখ ইসরাইল মাস্টারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

 

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, বাংলাদেশে যে সব কাজ নাগরিক অধিকার ক্ষুণ্ন করে, মানুষের অধিকার ক্ষুণ্ন করে তা প্রতিহত করা হবে। যে জন্য মুগ্ধরা স্বপ্ন দেখেছিল, যে জন্য আবু সাইদরা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে এ সরকার ভূমিকা রাখবে। এ সরকার এমন কোনো কাজ করবে না, যা নাগরিক অধিকারের পরিপন্থী। দেশের মানুষের অধিকার রক্ষায় যা যা করণীয় তাই করা হবে।

 

 

অ্যাডভোকেট আসাদুজ্জামান  আরো বলেন, এ সরকার যেহেতু দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে অর্জিত স্বাধীন সরকার, সুতরাং অবশ্যই অধিকার হরণের মতো কাজ কঠিনভাবে প্রতিহত করবে।

 

 

এর আগে সকালে তিনি গ্রামে এলে হাজার হাজার মানুষ তাকে অভিনন্দন জানাতে আসেন।