শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি উপজেলায় বন্যহাতি কর্তৃক ক্ষতিগ্রস্থ পাহাড়ী জনগুষ্টির মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে নালিতাবাড়ি উপজেলার গোপালপুর বনবিট কার্যালয় চত্ত্বরে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে ওই চেক বিতরন অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেলেনা পারভীনের সভাপতিত্বে
অনুষ্ঠানে ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয়
বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা শাহিন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ২১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে ৬ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতিপূরনের চেক বিতরন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শেরপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষন কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, গোপালপুর বন বিট কর্মকর্তা শাহ আলম ও রামচন্দ্রকুড়া ইউপি
চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা প্রমুখ।